মালদা

বিভিন্ন দাবী দাওয়া নিয়ে আদিবাসী জমি রক্ষা কমিটির ডেপুটেশন গাজোল থানায়

বিভিন্ন দাবী দাওয়া নিয়ে আদিবাসী জমি রক্ষা কমিটির পক্ষ থেকে ডেপুটেশশন কর্মসূচী পালিত হল শনিবার। এদিন আদিবাসীদের এই দাবী সনদটি গাজোল থানার ওসি-র হাতে তুলে দেওয়া হয়।

    দাবী গুলির মধ্যে গাজোলের দোগাছি গ্রাম থেকে বিক্রী হয়ে যাওয়া ১৬ বছরের মেয়েকে প্রশাসনিক ভাবে দ্রুত উদ্ধারের ব্যবস্থা করা। আদিবাসীদের এফ.আই.আর নিতে অস্বীকার বন্ধ করা, মিথ্যে মামলায় ফাঁসানো বন্ধ করা, হ্যরানি বন্ধ করা সহ মোট ছয় দফা দাবী ছিল অন্যতম। এদিন এই সমস্ত দাবী নিয়ে আদিবাসী জমি রক্ষা কমিটির পক্ষ থেকে এক র‍্যালি বামনগোলা মোড় থেকে শুরু হয়। র‍্যালিটি গাজোলের বিভিন্ন পথ পরিক্রমা করে হাজির হয় গাজোল থানায় সেখানে বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ করার পর তাদের দাবী সনদটি তুলে দেওয়া থানার আধিকারিকদের হাতে।

    এই বিষয়ে দক্ষিণ দিনাজপুরের জেলা সেক্রেটারি মঙ্গল হাসদা বলেন, বিভিন্ন দাবী দাওয়া নিয়ে তারা এদিন একটি ডেপুটেশন কর্মসূচী গ্রহণ করেছেন। দাবী গুলির মধ্যে সাধারণ মানুষকে হয়রানি করা, রিসিভ কপি না দেওয়া সহ একাধিক দাবী ছিল অন্যতম।